সাইফুল ইসলাম:
কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল পুত্র কায়সারুল হক জুয়েলকে বিজয় করার লক্ষ্যে বৃহত্তর নতুন বাহারছড়ার মুরব্বী, যুব ও ছাত্র সমাজদের সাথে মতবিনিময় করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান।
১৯ মার্চ (মঙ্গলবার) রাত সাড়ে ৯টার দিকে মোজাম্মেল হক মেমোরিয়াল স্কুল মাঠে বৃহত্তর নতুন বাহারছড়া সমাজ কমিটির সভাপতি জালাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।
তিনি বলেন, “নৌকা জাতির পিতার ঐতিহাসিক ইতিহাস, উন্নয়ন আর গণমানুষের কল্যাণের প্রতীক। তাই বিগত ২৫ জুলাইয়ের পৌর নির্বাচনের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনিত তারুণ্যের প্রতীক কায়সারুল হক জুয়েলকে ৩১ মার্চ নৌকায় ভোট দিয়ে প্রমান করে দিন-কক্সবাজারের মানুষ শেখ হাসিনার উন্নয়নকেই বেশি পছন্দ করেন।”
সমাজ কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার মোস্তাক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাশেদুল হক রাশেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদুল করিম মাদু, কক্সবাজার পৌরসভার ১নং প্যানেল মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী, নৌকার চেয়ারম্যান প্রার্থী কায়সারুল হক জুয়েল, সদরের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আয়েশা সিরাজ, হাজী শফিকুর রহমান, হাজী আব্বাছ উদ্দীন, শাহিনুল হক মার্শাল, রেজাউল করিম, খোরশেদ আলম, আবুল কালাম আবু, নাজিম উদ্দীন, মোর্শেদুল আজাদ আবু, আক্তার কামাল, মোস্তাক আহমদ, শাসমুল আলম (মেম্বার), আব্দুস সালাম, ফরিদুল আলম, হারুনুর রশিদ, জালাল উদ্দীন, আবুল কালাম, শফিউল্লাহ আনছারী, হাসান মেহেদী রহমান, এবি ছিদ্দিক খোকন, ওসমান গণি টুলু, শফিউল্লাহ নুরী ও নুরুল হক প্রমূখ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-