কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেফতার- ১১

বার্তা পরিবেশক :

কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১১ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ১৮ মার্চ সকাল ৮টা হতে ১৯ মার্চ সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হল-জাফর আলম (২০), পিং- মোঃ হোসেন, সাং- নতুন জেল গেইট, থানা ও জেলা-কক্সবাজার

কুতুব উদ্দিন (৪০), পিং-মৃত বাচামিয়া, সাং-লালদিঘীর পাড়, থানা ও জেলা-কক্সবাজার

মোঃ রুবেল (২৫). পিং- রিদোয়ান. সাং-চাম্বল বাজার, থানা-বাঁশখালী, চট্রগ্রাম।

রাব্বিউল সিদ্দিকী প্রান্ত (২৫), পিং-মৃত আবুবক্কর , সাং- লালদীঘির পাড়, থানা ও জেলা-কক্সবাজার

সাহেদ প্রঃ নাহিদ (২৪) পিং- নুরুল আলম বহদ্দার, সাং- কাউয়ার পাড়া, খুরুশকুল, থানা ও জেলা-কক্সবাজার

মোঃ তামজিদ (২৫), পিং- আবুল হোসেন, সাং-পশ্চিম পাড়া, ভারুয়াখালী, থানা ও জেলা-কক্সবাজার

জসিম (৩৩), পিং-মোঃ ইউসুফ , সাং- বারধোনা, থানা-সাতকানীয়া, চট্রগ্রাম,
মোঃ আবুল হোসেন (২৮), পিং মৃত আব্দুর রশিদ. সাং-রামু চাকমারকুল, থানা-রামু, জেলা-কক্সবাজার।

মোঃ তারেক ইসলাম (৩০), পিং- মৃত মমতাজ ইসলাম , সাং- রুমালিয়াছড়া , থানা ও জেলা-কক্সবাজার।

রাজিব পাল, পিতা-প্রদীপ পাল, সাং-বিজিবি ক্যাম্প, থানা ও জেলা-কক্সবাজার।

মোঃ খোরশেদ আলম, পিতা-ছাবের আহমদ, সা-কামান কাটা, নাপিতখালী, থানা ও জেলা-ককস্বাজার।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার পিপিএম, তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর