ডেস্ক রিপোর্ট – চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় কর্মচারীর হাতে খুন হয়েছে নারী ব্যবসায়ী। নিহতের নাম লাকী আক্তার (৩২)। তিনি ফাস্ট ফুড ও বুটিকসের ব্যবসায়ী ছিলেন।
সোমবার (১৮ মার্চ) দিবাগত রাতে হালিশহর থানার কে-ব্লক এর ৩ নম্বর রোডে এ ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম ওবায়দুল হক জানান, পাথর জাতীয় ভারি ও ধারালো বস্তু দিয়ে আঘাত করে তাকে খুন করা হয়েছে। তার মুখমণ্ডল থেতলে দেয়া হয়েছে।
নিহত লাকী আক্তার হালিশহরে কে-ব্লকে ফাস্ট ফুড ও বুটিকসের ব্যবসা করতেন। তার স্বামী ইপিজেডে কর্মরত একজন শ্রীলঙ্কান নাগরিক। চার সন্তানের জননী লাকী আক্তার নিহত হওয়ার পর থেকে তার দোকানের ম্যানেজার খালেদ পালাতক রয়েছে। তিনি বলেন, ধারনা করছি খালেদ লাকীকে হত্যা করে পালিয়েছে। খালেদের বাড়ি কক্সবাজার জেলায়। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ওসি ওবায়দুল হক।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
তথ্যসূত্র- পাঠক.নিউজ
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-