ডেস্ক রিপোর্ট – রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে বিলাইছড়ি আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তংচঙ্গ্যা নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৯টার দিকে বিলাইছড়ি উপজেলার আলিখিয়ংয়ের অদূরে তিন কোনিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মূছা মাতব্বর এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সকালে নির্বাচনী কর্মকাণ্ড শেষ করে ফারুয়া থেকে বিলাইছড়ি উপজেলা সদরে ফিরছিলেন সুরেশ কান্তিসহ আরও কয়েকজন। এ সময় হঠাৎ ওই এলাকায় অস্ত্রসহ হামলা চালায় সন্ত্রাসীরা। এতে গুলিতে সুরেশ কান্তিসহ আরও কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান সুরেশ কান্তি।
লাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো. পারভেজ বলেন, ‘সুরেশ বাবুর ওপর হামলা হয়েছে। তিনি গুরুতর আহত হয়েছেন বলে আমি জানতে পেরেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।’
উল্লেখ্য, সোমবার (১৮ মার্চ) রাঙামাটির বাঘাইছড়ির নয়কিলো নামক স্থানে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে ৭ জন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজনই নির্বাচনী কর্মকর্তা।
এদিকে পরপর দু’দিন রাঙামাটির দুই উপজেলায় সশস্ত্র হামলার ঘটনার প্রতিবাদে বুধবার (২০ মার্চ) সকাল ১০টায় বিক্ষোভের ডাক দিয়েছে জেলা আওয়ামী লীগ। রাঙামাটি জেলা শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-