চকরিয়া টমটমের ধাক্কায় পথচারী নিহত

চকরিয়া প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের আনিস পাড়া এলাকায় সোমবার রাতে টমটমের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।

নিহত যুবক মুজিবুর রহমান যোসেফ ওই ইউনিয়নের সেকান্দর পাড়ার ৭নং ওয়ার্ডেও নাজিম উদ্দিনের ছেলে। 

পূর্ব বড় ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলঅম দুলাল বলেন, পথচারী যোজেফ হেটে রাস্তা পার হচ্ছিল। এসময় দুটি টমটম প্রতিযোগিতা দিতে গিয়ে একটি টমটম যোজেফকে ধাক্কা দেয়। এতে সে গুরুত্বর হলে স্থানীয় লেঅকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি চকরিয়া থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

আরও খবর