চট্টগ্রাম: পথচারীর সঙ্গে গায়ে পড়ে ঝগড়া, তারপর ছিনতাই করে এমন একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৮ মার্চ) তাদের গ্রেফতার করা হয় বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
গ্রেফতার তিনজন হলেন- রুবিনা (২৫), খাইরুন (২২) ও হাফিজা আক্তার (১৯)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর এলাকায় বলে জানায় পুলিশ।
ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘যাত্রীবেশে টমটমে (ব্যাটারিচালিত অটোরিকশা) উঠে এক নারীর কাছ থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার পর অভিযোগের প্রেক্ষিতে তাদের তিনজন পেশাদার নারী ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।’
তিনি বলেন, ‘গ্রেফতার তিনজন নগরের বিভিন্ন এলাকায় ছিনতাই করে বেড়ায় বলে প্রাথমিক স্বীকারোক্তিতে জানিয়েছে। এ চক্রের সদস্যদের একজন ব্যস্ত এলাকায় মানুষদের টার্গেট করে গায়ের সঙ্গে ধাক্কা লাগায়। পড়ে ধাক্কা লাগার অযুহাতে ঝগড়া শুরু করে দেয়। তখন চক্রের অন্য সদস্যরা এসে ওই ব্যক্তির কাছ থেকে টাকা, মোবাইল ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে সটকে পড়ে।’
গ্রেফতার ছিনতাইকারীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে তথ্য দেন ওসি মোহাম্মদ মহসীন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-