অভিনব পন্থায় স্বর্ণ পাচার

ডেস্ক রিপোর্ট – হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার স্বর্ণ মিলল যাত্রীর পরচুলায়। দুবাইফেরত রাসেল নামের ওই যাত্রীর মাথায় থাকা পরচুলার ভেতর থেকে ২০০ গ্রাম স্বর্ণবার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ দল।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মোহাম্মদ জাকারিয়া সমকালকে বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিজি-০৯৬ ফ্লাইটে রাসেল বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গতিবিধি সন্দেহজনক হলে কাস্টম হাউসের প্রিভেনটিভ দলের সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি স্বর্ণ বহনের কথা অস্বীকার করেন। দেহ তল্লাশি করেও কোনো স্বর্ণ পাওয়া যায়নি। পরে আর্চওয়েতে নিয়ে গেলে তার সঙ্গে ধাতব বস্তু বহনের বিষয়ে নিশ্চিত হওয়া যায়। আরও তল্লাশিতে দেখা যায়, তিনি পরচুলা পরে আছেন। আর পরচুলার ভেতরে অভিনব পন্থায় স্বর্ণ পাচার করছিলেন।

এই কর্মকর্তা জানান, উদ্ধার করা ২টি সোনার বারের ওজন ২০০ গ্রাম। রাসেলের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং, বয়স ২৫। 



আরও খবর