কক্সবাজারে নিখোঁজ মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ মিলল মর্গে

ডেস্ক রিপোর্ট – নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর কক্সবাজার সদর হাসপাতালে মর্গে আব্দুর রশিদ (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীর লাশের সন্ধান মিলেছে। তার শরীরে দুইটি গুলির চিহ্নও রয়েছে।

রোববার (১৭ মার্চ) সকালে লাশটি কে বা কার মর্গে ফেলে পালিয়ে গেলেও সন্ধ্যায় তার পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ।

নিহত আব্দুর রশিদ কক্সবাজার শহরের দক্ষিণ পাহাড়তলীর হালিম পাড়ার আব্দুল মালেকের ছেলে।

রোববার (১৭ মার্চ) রাত নয়টার দিকে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, সকালে কে বা কারা তাকে মর্গেও সামনে রেখে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ তার পরিচয় নিশ্চিত করে। তার বিরুদ্ধে কয়েকটি মাদক মামলাও রয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

তবে নিহতের পরিবারের দাবি, রোববার ভোর রাতে ৭-৮ জনের একটি দল তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে আব্দুর রশিদ আর বাড়ি ফিরেনি। তারপর সন্ধ্যায় মর্গে তার লাশ মিলেছে।

আরও খবর