কবি আদিল চৌধুরীর কবিতা ‘সীগন্যাল ম্যান’

আদিল চৌধুরী

রাজপথে একটি গাড়ীর বহরের সামনে
চৌকশ একটি গাড়ী ছিল।
সামনের গাড়ীটি হঠাৎ ব্রেক কষে দাড়ালো,
বহর থমকে গেলো
পিছনের গাড়ী গুলি ঠাঁয় দাঁড়িয়ে আছে
হর্ণ বাজছে, চিৎকার আর বিকট শব্দ
কানে তালা লাগছে
সামনে বাধা আছে,
এ বাঁধা সবাবে কে?
গাড়ীগুলি ঠাঁয় দাঁড়িয়ে আছে।

বিশাল একটি মিছিল আসছে
মিছিলের সামনে একজন আছেন
ঋজু ভঙ্গি বিশাল দেহী এক যুবা
চুল বেকব্রাশ করা, একজন তিনি
চশমাটা চক্চকে কালো,
সাদা পাজামা পাঞ্জাবী
হাত কাঁটা কোটে তাঁকে বেশ মানিয়ে গেছে
তিনিও দাঁড়িয়ে গেলেন
পিছনের বিশাল মিছিল ও দাঁড়িয়ে গেছে
তিনি নিশ্চুপ হলেন
পিছনের মিছিলেও সুনসান নিরবতা
তিনি কিছু ভাবছেন
বজ্রকণ্ঠে তিনি কিছু বলছেন
জনতা-মিছিলে উত্তাল হয়ে উঠছে।
পথের এ বাঁধা তাঁরা সরাবেই,
তিনি আঙ্গুলের ইশারা দিলেন
মুহূর্তেই বাঁধাটি বিচূর্ণ হল।
অতপর তিনি একটি অনু”চ পাহাড়ে উঠলেন,
গাড়ীর বহরটি স্তব্ধ, হয়ে গেলো,
এখন কোন বাঁধা নেই
যেতে পারে তারা
তবু গাড়ীর বহর ঠাঁয় দাঁড়িয়ে
তাঁরা দাড়াবেই
তারা যুবকের কথা শুনবেই।

যেতে বাঁধা নেই, মিছিল তবু দাঁড়াবে
তারা যুবকের কথা শুনবে
তাঁরা উৎকর্ণ হয়ে আছে
যুবক একটি ঘোষণা দেবেন?
কখন দেবেন?

যুবক কোটের পকেট হতে বের করে নিলেন একটি রুমাল,
লাল আর সবুজে মাখামাখি
রেলের সিগন্যালম্যান তিনি,
তার ডান হাতে রুমালটি
ভীষণ ভাবে দুলছেই,
সাগর উত্তাল হচ্ছে-ক্ষিপ্ত বিক্ষিপ্ত হচ্ছে
রুমাল দুলছে-রূমাল দুলাচ্ছে কেউ
সাগর দুলছে-সাগর দুলাচ্ছে কেউ
সাগর দুলছে ভীষণ
সাগর উত্তাল ভীষণ
সীগন্যাল ম্যান, সিগন্যাল ম্যান!
বিরাম নেই, বিরাম নেই
সাগরের বুক চিরে বেরিয়ে আসছে-

‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’

আরও খবর