চট্টগ্রাম – নগরের পতেঙ্গা থানাধীন মহাজনঘাটা এলাকা থেকে ৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মো. আশিকুর রহমান (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১৫ মার্চ) ভোরে তাকে আটক করা হয় বলে জানান র্যাব-৭ এর মিডিয়া অফিসার মো. মাশকুর রহমান।
মো. আশিকুর রহমান মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মানিকনগর এলাকার শাহজাহান মাস্টারের ছেলে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার জুনায়েদ জাহেদী বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে মহাজনঘাটা এলাকা থেকে আশিকুর রহমানকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-