উখিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবা কারবারী নিহত

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :

উখিয়ায় ইয়াবার ভাগভাটোয়ারা নিয়ে দুপক্ষের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে গুলি বর্ষনের ঘটনায় দুইজন শীর্ষ ইয়াবা কারবারী ঘটনাস্থলে নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে উপকুলীয় এলাকার রূপপতি মেরিন ড্রাইভ সড়কের পাশে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় গ্রামবাসীর খবরের ভিত্তিতে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৯ হাজার ৬শ পিস ইয়াবা, দুটি এলজি, ৪টি তাজা গুলি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী গ্রামবাসীর বরাত দিয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, পালংখালী ইউনিয়নের ধামনখালী গ্রামের জবর মুল্লকের দুই ছেলে মোস্তাক ও মোকতার মেরিনড্রাইভ সড়ক দিয়ে ইয়াবা পাচার করে আসছিল দীর্ঘ দিন থেকে।

বৃহস্পতিবার রাত ৩ টার দিকে ইয়াবার টাকার লেনদেন নিয়ে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় দুই ভাই নিহত হয়। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরন করেছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের কক্সবাজার জার্নালকে জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

আরও খবর