ডেস্ক রিপোর্ট – রাজধানীর কল্যাণপুরে অভিযান চালিয়ে সাড়ে ১৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন- কাজল হাসান খন্দকার ওরফে সোহাগ (৩০) ও আমানউল্ল্যা আমান ওরফে আনিস (২২)।
মঙ্গলবার সকালে র্যাব-৩ এর একটি দল কল্যাণপুরের ২নং সড়কের ১২নং দীন হ্যাভেন নামক একটি আবাসিক ভবনে থেকে তাদের আটক করে।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কতিপয় মাদক ব্যবসায়ী কল্যাণপুরের দীন হ্যাভেন নামক একটি আবাসিক ভবনে ইয়াবা মজুদ করে রেখেছে।
খবর পেয়ে র্যাব-৩ এর একটি দল সকাল সাড়ে ৭টায় অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের কাছ থেকে ১৩ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়া মাদক বিক্রয়ের নগদ এক লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করে।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকাসহ আশপাশের জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-