অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলার জন্য এ মুহূর্তে নিজ শহর দিল্লীতে অবস্থান করছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচের আগে কিছুটা হালকা মেজাজে সময় কাটাচ্ছেন তিনি। এরই ফাঁকে কুকুরের সঙ্গে হাসিমুখে একটি সেলফি তুলে নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন। আর তাতেই অনলাইনে ঝড়!
ভারতীয় ক্রিকেটারদের এর আগেও কুকুরের প্রতি প্রেম দেখা গেছে। তবে কোহলির সমালোচকরা সবসময়ই তাকে নেতিবাচকভাবে ভাইরাল করার চেষ্টায় থাকেন।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে এ মুহূর্তে ২-২ সমতা বিরাজ করছে। প্রথম দুই ম্যাচ জেতা ভারত পরের দুই ম্যাচেই হেরে বসেছে। শেষ ম্যাচটি তাই পরিণত হয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচে।
চতুর্থ ম্যাচে ব্যাট হাতে ভালো করতে পারেননি ভারতীয় অধিনায়ক। করেছেন মাত্র ৭ রান। দলও হেরেছে। তবে চলতি সিরিজে ব্যাট হাতে দারুণ সময় কেটেছে তার। ২টি সেঞ্চুরিও করেছেন। সর্বশেষ সেঞ্চুরিটি অবশ্য দলের পরাজয় রুখতে পারেনি।
১৩ মার্চ দিল্লীর ফিরোজ শাহ কোটলায় সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-