শোভন-নুরের কোলাকুলি, কর্মসূচি প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট – ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)  নবনির্বাচিত ভিপি (সহসভাপতি) নুরুল হককে বরণ করে নিয়েছে ছাত্রলীগ।

মঙ্গলবার বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন বিশ্ববিদ্যালয়ের টিএসসির মিলনায়তনে তাকে বরণ করে নেন; এসময় দুইজন হাসিমুখে কোলাকুলি করেন।

এ সময় সেখানে ছাত্রলীগের নেতা-কর্মী ও অন্যান্য দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রলীগ সভাপতির সঙ্গে কোলাকুলির পর নবনির্বাচিত ভিপি নুরুল ক্লাস-পরীক্ষা বর্জন নিয়ে আগের দেওয়া ঘোষণা প্রত্যাহারের কথা জানান।

আরও খবর