অনলাইন ডেস্ক – রোহিঙ্গাদের বিরুদ্ধে অপরাধ সংঘটনে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বদ্ধপরিকর। এক্ষেত্রে দায়বদ্ধতা নিশ্চিতে আইসিসি প্রসিকিউটর প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার এক সংবাদ সম্মেলনে আইসিসির ডিরেক্টর ফাকিসো মোচোচোকো বলেন, ‘এটি প্রসিকিউটরের প্রতিশ্রুতি, তার কর্মচারীদের প্রতিশ্রুতি এবং আমরা সেদিকে ধাবিত হচ্ছি।’ খবর ওয়েবসাইটের।
আইসিসির একটি প্রতিনিধিদল বাংলাদেশে এক সপ্তাহ অবস্থান করে ‘প্রাথমিক নিরীক্ষা’ সম্পন্ন করেছে এবং তারা তাদের প্রতিবেদন প্রসিকিউটর ফেতো বেনসুদার কাছে জমা দেবে। ফাকিসো বলেন, ‘এর তদন্ত অবশ্যই অত্যন্ত চ্যালেঞ্জিং হবে, কিন্তু এ ধরনের তদন্ত আমরা এই প্রথম করছি না।’ তিনি বলেন, ‘এই অপরাধ যারা করেছে তাদের আইনের আওতায় আনার বিষয়ে আমরা বদ্ধপরিকর।’ তিনি জানান, প্রাপ্ত তথ্য থেকে এটি বোঝা যায় রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন করা হয়েছে এবং এখন প্রসিকিউটরের কাছে প্রশ্ন হচ্ছে এই নির্যাতনের জন্য কারা দায়ী? তাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা। ফাকিসো বলেন, ‘আমাদের খুঁজে বের করতে হবে কারা এর জন্য দায়ী, কারা এর নির্দেশ দিয়েছে, কারা নেতৃত্ব দিয়েছে এবং এই অপরাধ সংঘটনের জন্য কারা মদদ দিয়েছে।’ মিয়ানমার রোম স্ট্যাটুটের সদস্য নয়, কিন্তু এর ফলে আইসিসির প্রক্রিয়া সম্পন্ন করতে কোন সমস্যা হবে না বলে তিনি জানান। আইসিসির ডিরেক্টর বলেন, ‘আইসিসির প্রক্রিয়ার সঙ্গে মিয়ানমারের কোন সম্পর্ক নেই বরং আমরা সেই ব্যক্তিদের খুঁজে বের করব যারা এর জন্য দায়ী।’ বাংলাদেশের সফরের উদ্দেশ্য নিয়ে তিনি বলেন, ‘আমরা ওপারেশনাল এ্যাসেসমেন্ট করতে এসেছি এবং আমরা আমাদের রিপোর্ট প্রসিকিউটরের কাছে জমা দেব।’ ফেতো বেনসুদা বাংলাদেশে আসবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এটি সাধারণ প্রথা যে স্থানে নির্যাতিত ব্যক্তিরা রয়েছেন, সেখানে তিনি সফর করেন। কিন্তু এখন পর্যন্ত আমাদের তেমন কোন পরিকল্পনা নেই।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-