সেন্টমার্টিনে মাথাবিহীন লাশ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি :

কক্সবাজারের সেন্টমার্টিনের উত্তরের সৈকত থেকে সোমবার সকালে মাথাবিহীন এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সেন্টমার্টিন পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর সেকান্দর আলী বলেন, স্থানীয়দের খবরে মাথাবিহীন যুবকের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহতের পরনে হাফ পেন্ট ও একটি গেঞ্জি ছিল। দেহের বিভিন্ন অংশে মাছে কামড় দেখা গেছে। মরদেহ মিয়ানমার থেকে ভেসে এসেছে বলে ধারণা করছি। সুরতহাল প্রতিবেদন তৈরি করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

আরও খবর