টেকনাফ বিজিবি’র অভিযানে ২৫ কোটি ২০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

গিয়াস উদ্দিন ভুলু,টেকনাফ

টেকনাফে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৮ লাখ ৪০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।
১০ মার্চ রবিবার সন্ধ্যার পর হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ওমর এলাকা হতে ইয়াবার বিশাল এ চালানটি জব্দ করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা গুলোর আনুমানিক মূল্য পঁচিশ কোটি বিশ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে.কণের্ল মোঃ আছাদুদ-জামান চৌধুরী অভিযানের সত্যতা নিশ্চিত জানান,বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট নাফ নদী পার হয়ে দমদমিয়া ওমরখাল এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপি সদস্যরা রাত সাড়ে ৮টার দিকে তার নিজের নেতৃত্বে দ্রুত ওমরখাল এলাকায় গমন করে।

এসময় টহলদল মিয়ানমার দিক হতে একটি নৌকা নাফ নদী পার হয়ে ওমরখালের নিকট আসতে দেখে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে নৌকায় আরোহিত পাচারকারীরা খালের পার্শ্বে লাফ দিয়ে নেমে খুব দ্রুত দৌড়ে বেত বাগানের ভেতর দিয়ে সু-কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে ইয়াবা পাচারকারীর কর্তৃক ফেলে যাওয়া নৌকাটি তল্লাশী করে ২৫,২০,০০,০০০/- (পঁচিশ কোটি বিশ লক্ষ) টাকা মূল্যমানের ৮,৪০,০০০ (আট লক্ষ চল্লিশ হাজার) পিচ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

ইয়াবা গুলো টেকনাফ ২ বিজিবি সদর দপ্তরে জমা রাখা হয়েছে,যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানায় বিজিবি।

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারী টেকনাফে ১০২ ইয়াবা কারবারী আত্মসমর্পন করার পর ইয়াবার ছোটখাত চালান উদ্ধার হলেও এটাই জব্দকৃত ইয়াবার সবচেয়ে বড় চালান।

আরও খবর