সদর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কাজী রাসেল আহম্মদ (নোবেল) “কথা দিচ্ছি আজীবন সততার সাথে সদর উপজেলাবাসীর পাশে থাকবো” ব্যাপারে তাঁর ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়েছেন, যা সদর উপজেলাবাসীর জন্য হুবহু তুলে ধরা হলো।
হে আল্লাহ:- আমার ঠিক পেছনে চির নিদ্রায় শায়িত আছে আমার পৃথিবীর একটি অংশ আমার বাবা, বীর মুক্তিযোদ্ধা, মরহুম কাজী তোফায়েল আহাম্মদ। আমি তার জীবদ্দশায় তাঁর তেমন কোন চাহিদা ও স্বপ্নের ১০ পার্সনও পূরণ করতে পারিনি। সেই কারণে নিজেকে অনেকটা অপরাধী ভেবে নানা অনুভূতি নিয়ে হাজির হই নিয়মিত এই কবরস্থানে।
আবার অনেক সময় আবেগ প্রবণ হয়ে চলমান জীবনের চাপলাগা-গুলোও মনে মনে প্রকাশ করি এখানে দাঁড়িয়ে। ঠিক তারপরই আমি অলৌকিক ভাবে অনেকটা হালকা অনুভব করি। হে আল্লাহ, আমি আপনার সর্বাধিক গুনাগার বান্দা এ পৃথিবীতে। তবুও রহমানির রাহিম আপনার কাছে একটি জিনিস চাই, আমার যেন আর কখনো লজ্জা ও অপরাধ বোধ নিয়ে আমার বাবার সমাধীতে আসতে না হয়। আমি যেন মাথা উঁচু করে এসে বলতে পারি। বাবা আমি তোমার আদর্শ নিয়ে চলছি। তাদের অধিকার পূরণের স্বার্থে, আমি পুরো সদর উপজেলার অধিকার বঞ্চিত মানুষের পাশে আছি।
হে আল্লাহ, আমাকে রহমত দান করুন। আমি যেন বুক ফুলিয়ে বলতে পারি (বাবা) আমি চেষ্টা করেছি দলমত নির্বিশেষে সকলের সাথে মিলেমিশে সততার সাথে জনসেবা করার।
প্রিয় সদর উপজেলাবাসী:- আমি আমার বাবার কবর সাক্ষী রেখে বলছি, আপনাদের ভোটে ও ভালোবাসায় আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে আমার হাত দিয়ে আপনাদের জন্য বরাদ্দকৃত সদর উপজেলার এক পয়সাও নষ্ট হবে না, হবে না, হবে না।
১০০ পার্সন উদ্যোগ থাকবে সদর উপজেলার প্রতিটি বরাদ্দ সঠিক জায়গাতে, সঠিক ওয়ার্ডে সৎ ভাবে বণ্ঠন করার, যদিও সেই ওয়ার্ডে আমার ভোট বেশি বা কম হোক। কথা দিচ্ছি লিখিত প্রমান-সহ। তবে এর চেয়েও বেশি কিছু আমি করতে পারবো কিনা জানি না।
আপনারা যদি এই সদর উপজেলা কক্সবাজার নির্বাচন ২০১৯ এ আমাকে (ভাইস চেয়ারম্যান) পদে একটি ভোট দিয়ে নির্বাচিত করে আমার বাবার স্বপ্ন পূরণে তথা নিজ গুনাবলী আপনাদের কল্যাণে প্রকাশ করার সুযোগ দানে আমাকে সাহায্য করেন, কথা দিচ্ছি আমি আজীবন সততার সাথে সদর উপজেলাবাসীর পাশে থাকবো।
আমি আহামরি কোন বিত্তবান পরিবার এর সন্তান নই, তেমন ধন সম্পদের মালিক ও নই, তাই আমার নিজ ফান্ড থেকে বা পরিবার থেকে দেয়ার মতো সেই সামর্থ আমার নেই। তবে আছে দূর্নীতি না করার মতো সৎ সাহস ও লোভ নিয়ন্ত্রন করার মতো ক্ষমতা। যেই শিক্ষা আমি আমার বাবার কাছে ও পরিবার থেকে জন্ম সূত্রে পেয়েছি।
আল্লাহর রহমতে ও আপনাদের ভোটে, ইনশাআল্লাহ যদি আমি বিজয়ী হই। নির্বাচিত হবার পর…. আল্লাহ মাপকরুক যদি এর ব্যত্বয় ঘটে! তাহলে আপনাদের যা ইচ্ছে তাই বলে আমাকে অপমানিত করতে পারবেন, সব মাথা পেতে নিরবে সহ্য করে নেবো।
বি:দ্র: প্রিয় সদর উপজেলাবাসী এটা স্কিন শর্ট দিয়ে সংগ্রহ করে রাখুন । আল্লাহর রহমতে ও আপনাদের ভোটে যদি আমি বিজয়ী হলে এবং নির্বাচিত হওয়ার পর যদি এর ব্যতিক্রম হলেই অপমানিত করবেন আমি আপনারা মাথা পেতে নিব নিরবে আমি। আর আমি চলে যাবো সদর উপজেলা ছেড়ে।
ইতি….
স্বেচ্ছায় আপনাদের সেবাদানে আগ্রহী
কাজী রাসেল আহম্মদ (নোবেল) ভাইস চেয়ারম্যন পদপ্রার্থী, সদর উপজেলা কক্সবাজার ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-