এক রাতের জন্য কোটি টাকা হাঁকালেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক – দক্ষিণের সিনেমার জনপ্রিয় নায়িকা সাক্ষী চৌধুরী। ২০১৩ সালে ‘পোতাগারু’ ছবি দিয়ে রুপালি পর্দায় যাত্রা শুরু করেন তিনি। এরপর নিজের জাদু দেখিয়েই চলেছেন।

জেমস বন্ড, অক্সিজেন-এর মতো সফল তেলুগু ছবিতে তার অভিনয়ের দক্ষতা দর্শকদের মন কেড়েছে। সাক্ষীর অভিনয় এবং মোহনীয় ব্যক্তিত্বেও আকৃষ্ট হয়েছেন তারা।

তেলেগুর পাশাপাশি তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতেও ‘ইরুবর’র মতো প্রসংসিত ছবিতেও দেখা মিলেছে তার। রুস্তম নামের একটি কন্নড় ছবিতেও অভিনয় করছেন বলে ভারকতীয় গণমাধ্যমকে জানান তিনি। 

মুক্তির অপেক্ষায় রয়েছে ম্যাগনেট নামের তার একটি তেলুগু ছবিও! সব মিলিয়ে তার ব্যস্ততা এখন অনেক। 

তবে সব খবরকে ছাপিয়ে নায়িকা এখন আলোচনায় ভিন্ন কারণে। এক সাম্প্রতিক টুইটে তিনি দাবি করেছেন যে, তার পোস্ট করা টুইটার ছবি আর ভিডিও দেখে অনেকেই তার সঙ্গে রাত কাটানোর জন্য উদগ্রীব হয়ে গেছে। তিনি প্রতি রাতের জন্য ১ কোটি টাকার প্রস্তাব পাচ্ছেন!

টুইটারে সাক্ষী লিখেছেন, লোকে টুইটারে আমার ছবি আর ভিডিও দেখে পাগল হয়ে গিয়েছে! এক রাতের জন্য ১ কোটি টাকার প্রস্তাব আসছে আমার কাছে। কী বোকা ওরা! আমি নিজেকে বিক্রি করতে আসিনি!

মজার ব্যাপার হলো, এই টুইটটি আবার মুছেও ফেলেছেন তিনি। তবে এর রেশ কাটেনি। এখনো সাক্ষীর টুইটার, ইন্সট্রাগ্রাম, ফেসবুকে তার ভক্ত-অনুরাগীরা তাকে ওই টুইট নিয়ে মন্তব্য করছেন। কেউ কেউ এখানেও এক রাতে তার জন্য লোভনীয় মূল্য হাঁকছেন।

আরও খবর