পেকুয়া প্রতিনিধি :
পেকুয়ায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কুপিয়ে জখমের ঘটনায় পেকুয়া থানায় মামলা রুজু হয়। ওই মামলায় পুলিশ এ ২ জনকে গ্রেফতার করে।
৯ মার্চ শনিবার পেকুয়া থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের মইয়াদিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন ওই এলাকার সিরাজ মিয়ার ছেলে জামাল হোসেন (২২), মোহাম্মদ হোসেনের ছেলে মুজিব (২০)।
মামলা সুত্র জানায়, গত ৩ মার্চ রাতে উপজেলার সদর ইউনিয়নের মগকাটা গ্রামে প্রতিপক্ষের লোকজন মইয়াদিয়া এলাকার আশরাফ আলীর ছেলে মো: আলমগীরকে কুপিয়ে জখম করে।
এ ঘটনায় আলমগীরের মা আয়েশা খাতুন বাদী হয়ে পেকুয়া থানায় গত ৮ মার্চ মামলা দায়ের করেন। যার নং ৪/১৯। মামলায় মইয়াদিয়া এলাকার জামাল হোসেন, মুজিবসহ ৮ জনকে আসামী করে। ওই মামলায় পুলিশ এ দুই আসামীকে গ্রেফতার করে।
পেকুয়া থানার এস,আই সুমন সরকার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ ২ জনকে গ্রেফতার করা হয়। বাকী আসামীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-