বিশেষ প্রতিবেদক :
অভিনব কায়দায় জুতায় লুকিয়ে পাচারকালে ১ হাজার ইয়াবাসহ মোহাম্মদ তৈয়ব নামের এক ব্যক্তিকে আটক করেছে কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
৮মার্চ দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার লিংক রোডে শহরগামী সেন্টমার্টিন পরিবহন তল্লাশি করে তাকে আটক করা হয়েছে।
পরে তল্লাশী চালিয়ে পায়ে পরিহিত জুতায় অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১ হাজার ইয়াবা উদ্ধার করে বলে জানান মাদকদ্রব্যের ইন্সপেক্টর মোঃ আব্দুল মালেক।
আটক মোঃ তৈয়ব টেকনাফের হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার মোহাম্মদ নুরের ছেলে।
শনিবার (৯ মার্চ) সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ইয়াবাসহ ধৃত ব্যক্তিকে কক্সবাজার মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল।
মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-