নিরিবিলি গ্রুপের প্রতিষ্ঠাতা মোস্তাফিজ মাস্টারের মৃত্যুবার্ষিকীতে কটেজ ব্যবসায়ী সমিতির উদ্যোগে খতমে কোরআন ও মিলাদ মাহফিল

বার্তা পরিবেশক :

কক্সবাজার জেলার অন্যতম সফল ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা, এ অঞ্চলে ব্যবসায়ী সৃষ্টির অন্যতম কারিগর, নিরিবিলি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শিক্ষানুরাগী, দানশীল ও বিশিষ্ট সমাজসেবক মরহুম মোস্তাফিজুর রহমান মাস্টারের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কক্সবাজার কটেজ ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী রাসেল আহমেদ নোবেল ও কাজী পরিবারের উদ্যোগে খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আলোজন করা হয়।

শুক্রবার বাদ এশা কলাতলীর লাইটহাউজস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে এই খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে কটেজ ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী রাসেল আহমেদ নোবেলসহ সমিতির নেতৃবৃন্দ, সমাজের গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরও খবর