মহেশখালী আদিনাথ মেলা থেকে দেশীয় অস্ত্র ও ৩ রাউন্ড গুলিসহ যুবক আটক

মহেশখালী প্রতিনিধি :

মহেশখালী থানার পুলিশ উপমহাদেশের সনাতন ধর্মালম্বীদের প্রাচীন ও ঐতিহ্যবাহী বৃহত্তম তীর্থ স্থান মহেশখালীর মৈনাক পর্বতের পাদদেশে অবস্থিত আদিনাথ মন্দির মেলা এলাকায় ডিউটি পালন কালে গোপন সংবাদের ভিত্তিতে ৮ই মার্চ রাত ৭ঘটিকার সময় আদিনাথ জেটি এলাকায় এসআই মনজুর,এএসআই জুয়েল দে নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে চিরঞ্জিত দাস (২২) নামের এক বখাটে ছিনতাইকারী যুবক কে আটক করে। এসময় তার দখল থেকে ১টি দেশে তৈরী এলজি ও ৩রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

আটককৃত চিরঞ্জিত দাস (২২)মহেশখালী পৌরসভাস্থ ৭ নং ওয়ার্ডের জলদাস পাড়ার মৃত শ্রীধাম দাশের পুত্র। সে এলাকার বকাটে মোবাইল ছিনতাইকারী,বাবু দিগীর মাছ চুরি,স্কূলের জানালা ভেঙ্গে রাতের আধারে বই চুরি সহ ছিনতাই কারী দলের সক্রিয় সদস্য বলে জানাগেছে। তাকে রিমান্ডে নিয়ে পৌর এলাকার অনেক চুরির ঘটনা বেরিয়ে আসবে বলে এলাকাবাসীর অভিমত।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটককৃত যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হচ্ছে।

আরও খবর