নতুন করে নির্মিত হচ্ছে পুরনো পাঁচ সুপার হিট ছবি

বিনোদন ডেস্ক – বাংলাদেশের সুপার হিট সিনেমারগুলোর তালিকা করলে শুরু দিকেই আসবে ‘বেদের মেয়ে জোসনা’, ‘মোল্লাবাড়ির বউ’, ‘মনের মাঝে তুমি’, ‘গাড়িয়াল’ ও ‘নসিমন’। চলচ্চিত্র প্রেমীদের জন্য সুখবর হলো এই পাঁচটি ছবিই আবারও আসছে নতুন করে। পাঁচটি ছবিই পুনর্নির্মাণ করবে ডিজিটাল মাধ্যম বঙ্গবিডি।

সম্প্রতি ছবিগুলোর প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দমেলা কথাচিত্রের কাছ থেকে স্বত্ব কিনে নিয়েছে বঙ্গবিডি। পাশাপাশি মূল ছবিগুলোর ডিজিটাল স্বত্বও কিনেছে তারা। দুই পক্ষই বিষয়টি নিশ্চিত করেছে।

বঙ্গবিডির পরিচালক মুশফিকুর রহমান বলেন, ‘আমরা অনেক দিন থেকেই ছবিগুলো নতুন করে নির্মাণের কথা ভাবছি। এগুলোর মধ্য দিয়েই বঙ্গবিডি প্রথমবার সিনেমা নির্মাণে আসবে। এপ্রিল মাস থেকেই আমরা ‘বেদের মেয়ে জোছ না ছবির কাজ শুরু করবো বলে ভেবেছি। শিগগিরই সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানাবো।’

আনন্দমেলা কথাচিত্রের দুজন স্বত্বাধিকারীর একজন প্রযোজক মতিউর রহমান পানু বলেন, ‘আমরা ছবিগুলোর সব স্বত্ব বঙ্গবিডির কাছে বিক্রি করে দিয়েছি। এখন তারা রিমেকসহ সবকিছুই করতে পারবে। এসব জনপ্রিয় ছবি আবার নির্মাণ হলে মন্দ হবে না।’

আরও খবর