চট্টগ্রামে উখিয়া উপজেলা ছাত্র পরিষদের আত্মপ্রকাশ

সংবাদ বিজ্ঞপ্তি :

চট্টগ্রাম মহানগরে বসবাসরত সীমান্ত জনপদ উখিয়া উপজেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত সৃজনশীল সংগঠন “উখিয়া উপজেলা ছাত্র পরিষদ” এর আনুষ্ঠানিক আত্নপ্রকাশ অনুষ্ঠান ও নতুন কার্যকরী কমিটির সভা শুক্রবার ৮ই মার্চ জামালখানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজন করা হয়।

বন্দর নগরে প্রাণের উখিয়ার ভ্রাতৃত্বের শামিয়ানা” এই স্লোগান ধারণ করে প্রতিষ্ঠিত এই সংগঠনের সভাপতি হিসেবে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইফতিয়াজ নুর নিশান ও সাধারণ সম্পাদক হিসেবে ড্যাফোডিলের ছাত্র এস ডি রায়হান কে নির্বাচিত করে সদস্যদের সম্মতিক্রমে আগামী এক বছরের জন্য ৩৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটিতে স্থান পাওয়া অনান্যরা হলেন, সহ সভাপতি যথাক্রমে তোফাইল আহমেদ,এম এ ফজল,আজিজুল হাকিম মাসুক,আরমান কামাল,জাহাঙ্গীর আলম, যুগ্ন সাধারণ সম্পাদক যথাক্রমে রিদুয়ান কামাল,কায়সার আহমেদ,রফিকুল ইসলাম রাইসুল,জিহান মাহমুদ সাংগঠনিক সম্পাদক যথাক্রমে এন এইচ নিরব,খাইরুল বশর,মাঈনুল ইসলাম, ছাত্রী বিষয়ক সম্পাদিকা জান্নাতুল ইসলাম প্রমি,দপ্তর সম্পাদক আরফাত সাকিব উপ দপ্তর সম্পাদক হাশেম সিকদার জিশান, প্রচার সম্পাদক শামীমুল ইসলাম ফয়সাল, উপ প্রচার সম্পাদক ইমরান নাজির,অর্থ সম্পাদক জুনাইদ চৌধুরী তাহসিন,শিক্ষা সম্পাদক জালাল উদ্দিন কাউসার,সাহিত্য সম্পাদক সাইমুম শারিক হিমেল,ক্রীড়া সম্পাদক রবিশঙ্কর পাল,আপ্যায়ন সম্পাদক শহীদুল্লাহ আরমান, মানব উন্নয়ন সম্পাদক নওশাদ নিলয়, প্রকাশনা সম্পাদক ইমরান খান,সহ সম্পাদক আহসানুল খলিল জীবন, শরিফুল হক সাগর,কাজী ওয়াজেদ, আহসান সিদ্দিকী ইমন সদস্য মুরাদ কামাল,রেজাউল করিম,মিজানুর রহমান।

খুব শীঘ্রই সংগঠনটির পরিচিতি সভা ও বণার্ঢ্য মিলনমেলার আয়োজন করা হবে, এই মর্মে চট্টগ্রামে বসবাসরত উখিয়া শিক্ষার্থীদের সভাপতি নিশান-০১৮৩৭৭৩০৪৫২ ও সাধারণ সম্পাদক রায়হান-০১৮৪৫২১৮০৪৮ এর সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।

আরও খবর