শহিদুল ইসলাম,উখিয়া
কক্সবাজারের উখিয়া-টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
শুক্রবার সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে প্রতীক দেয়া হয়। উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে নুরুল হুদা (বই),মাহবুব রহমান মাবু (উড়োজাহাজ) জাহাঙ্গীর আলম( টিউবওয়েল) জিহান চৌধুরী (তালা), ও রুহুল আমিন (চশমা)।
ইতিমধ্যেই উখিয়া উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন কামরুন নেছা বেবি।
টেকনাফ উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান জাফর আহমদ (আনারস), সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী (নৌকা), উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম (মোটরসাইকেল), ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মাওঃ রফিক উদ্দিন (মাইক),সরওয়ার আলম( টিউব ওয়েল), হাফেজ নুরুল হক (চশমা), মাওঃ ফেরদৌস (তালা),দেলোয়ার হোসেন( উড়োজাহাজ), নজরুল ইসলাম( টিয়াপাখি), ফরিদ আলম (বই), জাবেদ ইকবাল চৌধুরী (পালকি),মহিলা ভাইস পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিজবাহার ইউছুপ( ফুটবল), তাহেরা বেগম (পদ্মফুল), সনজিদা বেগম(কলসী)।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-