বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। শুক্রবার ৩০ দিনে পূর্ণ হবে জমাদিউস সানি মাস। শনিবার থেকে শুরু হবে রজব মাস গননা। এ হিসেবে আগামী ৩ এপ্রিল (বুধবার) ২৬ রজব দিবাগত রাতে পবিত্র লাইলাতুল মিরাজ পালিত হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মপ্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ।
তিনি বলেন, বাংলাদেশের আকাশে ১৪৪০ হিজরির রজব মাসের চাঁদ দেখা যায়নি।
ইসলাম ধর্মের অনুসারীরা বিশ্বাস করে ২৬ রজব রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) বেহেশতি যানে চড়ে উর্দ্ধাকাশে গমণ করেন। আল্লাহর সঙ্গে এক ধঁনুক দূরত্ব থেকে কথা বলেন। মুসলমানদের পাঁচ ওয়াক্ত নামাজ মেরাজের রাতে ফরজ করা হয়। সারা বিশ্বের মুসলমানরা দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-