নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার শহরের নামী রেস্টুরেন্ট হোটেল জামান, রান্নঘর, পউসী ও ঝাউবনে রান্নাঘরে অপরিচ্ছন্নতা, খাবারের মূল্য তালিকা না টাঙ্গানো, খাবার ঢাকনা বিহীন অবস্থায় রাখা, মিষ্টান্ন জাতীয় দ্রব্যে’র গায়ে মেয়াদ না থাকার অপরাধে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিবার্হী ম্যাজিষ্ট্রেট মাখন চন্দ্র সূত্র ধর, বিধান কান্তি হালদার ও স্যানিটারী ইন্সপেক্টর নুরুল কবীর কাদেরীর নেতৃত্বে এ অভিযান চলে।
নিবার্হী ম্যাজিষ্ট্রেটের দেওয়া তথ্যে জানা যায়, রান্নঘর অপরিষ্কার-অপরিচ্ছন্নতা, খাবারে মূল্য তালিকা না টাঙ্গানো, খাবার ঢাকনা বিহীন অবস্থায় রাখা, মিষ্টান্নজাতীয় দ্রব্যে’র গায়ে মেয়াদ না থাকার অপরাধে জামান হোটেলকে ১৫ হাজার টাকা, রান্নাঘরকে ৩০ হাজার ও পউসীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঝাউবনে অভিযান চালালেও ওখানে তেমন ক্রটি না থাকায় জরিমানা করা হয়নি। সবমিলে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
স্যানিটারী ইন্সপেক্টর নুরুল কবীর কাদেরী জানান, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর আইন অনুসারে জরিমানা করা হয়। নিরাপদ খাবারের জন্য এ অভিযান অব্যাহত থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-