ডেস্ক রিপোর্ট : জামায়াত অধ্যুষিত সাতকানিয়ায় দীর্ঘ ১৮ বছর পর দেওয়া উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়া চারজনকে সংগঠনের সকল ধরনের পদ থেকে অব্যাহতি দিয়েছে দক্ষিণ জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার (৫ মার্চ) রাতে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের সাক্ষরিত এ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
অব্যাহতি পাওয়া চারজন হলেন- যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রিদুয়ানুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. আজাদ উদ্দিন, সহ-সম্পাদক মো. রিয়াজ উদ্দিন ও শহিদুল ইসলাম শহিদ।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দিন বাংলানিউজকে বলেন, ‘চারজনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধ সংশ্লিষ্টতা, ছাত্রদল ও শিবির সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল। প্রাথমিকভাবে তার সত্যতা পাওয়ায় সংগঠনের সকল পদ থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।’
এসএম বোরহান উদ্দিন বলেন, ‘সাতকানিয়া জামায়াত অধ্যুষিত এলাকা। বিভিন্ন নেতার কাছ থেকে পাওয়া তালিকা ও সুপারিশের ভিত্তিতে কমিটি দেওয়া হয়েছিল।’
অব্যাহতি পাওয়া চারজনের মধ্যে যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রিদুয়ানুল ইসলামের বিরুদ্ধে মোটর সাইকেল চুরির অভিযোগ ছিল, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. আজাদ উদ্দিনের বিরুদ্ধে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ছিল, সহ-সম্পাদক মো. রিয়াজ উদ্দিন ও শহিদুল ইসলাম শহিদের বিরুদ্ধে শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ছিল।
এ চারজন ছাড়াও আরও কয়েকজনের বিরুদ্ধে ছাত্রত্ব না থাকা, শিবিবের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু তাহের বাংলানিউজকে বলেন, ‘কমিটি গঠনের পর অনেকের বিরুদ্ধে অনেক রকম অভিযোগ পেয়েছি। চারজনকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্য যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তা আমরা যাচাই-বাছাই করে শিঘ্রই ব্যবস্থা নিব।’
জামায়াত অধ্যুষিত সাতকানিয়ায় দীর্ঘ ১৮ বছর পর দেওয়া ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে ছাত্রদল নেতা, ছাত্রশিবির কর্মী ও মোটর সাইকেল চুরির মামলার আসামিদের স্থান দেওয়ায় বিষ্ময় প্রকাশ করেছেন বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। লিখিত প্রতিবাদও জানিয়েছেন তারা।
২ মার্চ রাতে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি, পৌরসভা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ও সাতকানিয়া সরকারি কলেজের দুই সদস্যের কমিটি অনুমোদন দেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহার উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের।
কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে কমিটিতে অছাত্র, মাটি ব্যবসায়ী ও বিদেশ ফেরত শ্রমিক, ছাত্রদল নেতা, ছাত্রশিবির কর্মী ও মোটর সাইকেল চুরির মামলার আসামি স্থান পাওয়ায়।
এ ঘটনায় মঙ্গলবার বিকেলে বাংলানিউজে ‘‘শিবির-ছাত্রদল’ নিয়ে ছাত্রলীগের কমিটি!” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর পরপরই চারজনকে সংগঠনকে অব্যাহতি দেয় দক্ষিণ জেলা ছাত্রলীগ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-