জামিনে কারামুক্ত হয়ে সংবর্ধিত কক্সবাজার পৌর আওয়ামীলীগ নেতা জাফর

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল

জামিনে কারামুক্ত হওয়ার পর নেতাকর্মী ও এলাকাবাসীর ফুলেল ভালবাসায় সিক্ত হয়েছেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের আওতাধিন ৭নং ওয়ার্ডের সভাপতি জনপ্রিয় রাজনীতিক জাফর আলম। ৫ মার্চ (বুধবার) সাড়ে ৫ টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এদিকে কক্সবাজার পৌর আওয়ামী লীগের নেতাকর্মীদের দাবি, জাফর আলম বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা ও ষড়যন্ত্র।

এর আগে ৫ মার্চ (বুধবার) দুুপুর ২ টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ খন্দকার হাসান মো. ফিরোজ তাঁর জামিন মঞ্জুর করেন। আদালত চলাকালীন সময় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুর মোস্তফার নেতৃত্বে ৪০/৫০ আইনজীবী মামলার শুনানিতে অংশ নেন।

এদিকে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর এর নেতৃত্বে পৌর আওয়ামী লীগের নেতাকর্মীসহ শহরের বিপুলসংখ্যক মানুষ জাফর আলমকে ফুলের মালা দিয়ে বরণ করেন। পরে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে দলের নেতাকর্মীরা জাফর আলমকে প্রথমে পৌর আওয়ামী লীগ কার্যালয়ে নিয়ে যায়। পরে জাফর আলম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানের সাথে সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন। এরপরে নেতাকর্মীরা তার বাসভবনে নিয়ে যান জাফর আলমকে।

আরও খবর