বোয়ালখালীতে ইয়াবা নিয়ে উখিয়ার নীপা গ্রেফতার

চট্টগ্রাম – বোয়ালখালীতে ৬শ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিপু শীল প্রকাশ কুলছুমা আকতার নীপা (২৫) নামের এক নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আরাকান সড়কে পুলিশের চেকপোস্টে ধরা পড়ে সে। এ ব্যাপারে সোমবার রাতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) পীযুষ চন্দ্র সিংহ।

এসআই পীযুষ জানান, সোমবার উপজেলার আরাকান সড়কের শাকপুরা নুরুল হক ডিগ্রি কলেজের সামনে চেক পোস্ট বসায় পুলিশ। বিকেলে তল্লাশি চালিয়ে সিএনজি চালিত অটো রিকশায় যাত্রী নীপার ভ্যানিটি ব্যাগে ৬শত পিস ইয়াবা পাওয়া যায়। কক্সবাজার থেকেবেশ কয়েকটি গাড়ি পরিবর্তন করে চট্টগ্রাম শহরে ইয়াবাগুলো নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে নীপা। 

সে উখিয়া থানার মরিচ্যা পালং গ্রামের বাবুল শর্মার মেয়ে ও শহীদুল ইসলামে স্ত্রী।

আরও খবর