ডেস্ক রিপোর্ট – রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ৬৩০ পিস ইয়াবাসহ সাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকালে র্যাব-১০ -এর উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হক এই অভিযান চালান।
আটককৃতরা হলো- রোকসানা, ফারজানা আকতার (আঁখি), সমিরন বেগম, মোছা. তারা, শামসুল ইসলাম, মো. শাওন ও মো. সালাউদ্দীন।
তাদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন এবং মাদক বিক্রি করে অর্জিত ৪৩ হাজার ৫১০ টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে কদমতলী থানায় মাদক মামলা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-