স্থানীয়দের অধিকার আদায়ের দাবী নিয়ে ইউএনও যে বার্তা দিয়েছেন

উপজেলা নির্বাহী অফিসার জনাব নিকারুজ্জামান চৌধুরী স্থানীয়দের অধিকার আদায়ের ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন, তা কক্সবাজার জার্নাল ডটকমের পাঠকের জন্য হুবহু তুলে ধরা হল…

প্রিয় উখিয়াবাসী
আপনাদের সকল যৌক্তিক দাবীর সাথে উপজেলা প্রশাসন সবসময় একমত। উপজেলা প্রশাসন সর্বদা জনস্বার্থে আপনাদের সহায়তায় কাজ করে যাচ্ছে।শান্তিপূর্ণ আন্দোলনে আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করেছি।এনজিও চাকুরীসহ স্থানীয় জনসাধারনকে সহায়তার জন্য আমরা সর্বোচ্চ সচেষ্ট আছি।

ইতোমধ্যে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়েছে।স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্পের কাজ দৃশ্যমান হচ্ছে।

কিন্তু আপনাদের কর্মসূচি শান্তিপূর্ণ থাকছে না।সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে বিভিন্ন ধরনের অসত্য তথ্য উপস্থাপন করা হচ্ছে।মাননীয় মন্ত্রিপরিষদ সচিব স্যারের বড়ভাইকে নিয়ে একটি ছবি আপনার শেয়ার করেছেন।আমি উনার সাথে কথা বলেছি।

তিনি ব্যক্তিগত কাজে কোর্টবাজার ছিলেন।কোন পুলিশ সদস্য তাকে আঘাত করেনি বা করতে চায়নি।তিনি মূলত পুলিশ সদস্যকে বিশৃঙ্খলা প্রতিরোধে সহায়তা করেছেন।কিন্তু এই ঘটনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে,যা কাম্য নহে।

পুনশ্চঃ আপনাদের প্রাপ্ত সিভি জেলা প্রশাসক স্যার বরাবর প্রেরন করা হয়েছে। সেখানে একটি ডাটাবেইজ করা হচ্ছে।পর্যায়ক্রমে সকলকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের চেষ্টা করা হচ্ছে।ইতোমধ্যে দুটি এনজিওর পরীক্ষা উপজেলা প্রশাসনের তত্তাবধানে উখিয়ায় হয়েছে।

উখিয়ার চাকুরী প্রত্যাশীদের এতে অগ্রাধিকার দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন আপনাদের প্রতি সম্পূর্ণ আন্তরিক।আপনাদের কাছ থেকেও দ্বায়িত্বশীল আচরন প্রত্যাশা করছি।

মো নিকারুজ্জামান
উপজেলা নির্বাহী অফিসার
উখিয়া,কক্সবাজার

আরও খবর