ডেস্ক রিপোর্ট – আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করেছে মন্ত্রিপরিষদ। সোমবার (৪ মার্চ) প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের নিয়মিত বৈঠকে তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়াও চাওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মাদ শফিউল আলম জানান, আমরা তাঁর অসুস্থতার বিষয়টি মন্ত্রিপরিষদকে আনু্ষ্ঠানিকভাবে অবহিত করেছি। মন্ত্রিপরিষদ পরে তাঁর আশু রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। আমরা যাতে সবাই তাঁর জন্য দোয়া করি, সেজন্য এ অনুরোধ করা হয়।
তিনি বলেন, ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য বিখ্যাত ভারতীয় কার্ডিওলজিস্ট ডা. দেবী শেঠিকে বাংলাদেশে আনা হয়েছে। তিনি দেখে যে মতামত দিয়েছেন তার ভিত্তিতে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
উল্লেখ্য, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার (৩ ফেব্রুয়ারি) ভোরে অসুস্থ হয়ে পড়লে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। তাঁর অব্স্থার কিছুটা উন্নতি হওয়ায় দ্রুত তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএসএমএমইউ -এর উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-