ইউ আর ভেরি লাকি, মিসেস কাদেরকে ডা. শেঠী

ডেস্ক রিপোর্ট – হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর, তার স্ত্রী ইশরাতুন্নেসা কাদেরকে ডা. দেবী শেঠী বলেন, ইউ আর ভেরি লাকি (আপনি খুবই ভাগ্যবান)। সোমবার বিএসএমএমইউ’তে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথমেই ডা. দেবী শেঠী ওবায়দুল কাদেরের সব রিপোর্ট দেখেন। এনজিওগ্রাম দেখার পর কিছুক্ষণের জন্য তাকে পর্যবেক্ষণে রাখেন।

পরে ডা. শেঠী বলেন, তার (ওবায়দুল কাদের) যা চিকিৎসা প্রয়োজন সবটাই করা হয়েছে। এর চেয়ে বেশি চিকিৎসা ইউরোপ-আমেরিকাতেও হয় না। এখন চাইলে তাকে শিফট করতে (দেশের বাইরে) পারেন।

এসময় ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেসা কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ইউ আর ভেরি লাকি (আপনি খুবই ভাগ্যবান) যে তার চিকিৎসার জন্য যা যা করণীয় তার সবই এখানে করা হয়েছে। এখন আপনারা যে কোনো সময় তাকে দেশের বাইরে নিতে পারেন।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গঠিত মেডিকেল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর