উদ্ধার ইয়াবা জমা না দেওয়ায় ওসিকে প্রত্যাহারের নির্দেশ

ডেস্ক রিপোর্ট – ৫০ হাজার ইয়াবা উদ্ধারের পর তা থানায় জমা না দেওয়ার ঘটনায় জড়িত থাকায় নারায়ণগঞ্জের সদর থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এই মামলায় এক মাসের এ মামলার তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৪ মার্চ) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এসময় আদালতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ।

২০১৮ সালের ৭ মার্চ ডিবি পুলিশ নারায়ণগঞ্জ সদর থানার এএসআই মোহাম্মদ সরওয়ার্দীর বাসা থেকে ৫০ হাজার ইয়াবা ও ৫ লাখ টাকা উদ্ধার করে। পরে এ ঘটনায় মামলা হয়। ওই মামলার আসামি নারায়ণগঞ্জ থানার পুলিশ সদস্য আসাদুজ্জামান ও এএসআই মোহাম্মদ সরওয়ার্দী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে বলেন, এটি তারা নারায়ণগঞ্জ সদর থানার ওসির নির্দেশে করেছেন। তার নির্দেশেই টাকা ও ইয়াবা রেখে আসামিদের ছেড়ে দিয়েছেন।

২৪ ফেব্রুয়ারি পুলিশ সদস্য আসাদুজ্জামানের জামিন শুনানিকালে এ মামলার তদন্তের বিষয়টি হাইকোর্টের দৃষ্টিগোচর হয়। যার ধারাবাহিকতায় আদালত এ আদেশ দেন।

আরও খবর