পাচার হওয়া রোহিঙ্গা কিশোরী উদ্ধার; আটক-১

ডেস্ক রিপোর্ট – কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গা কিশোরীদের দেশের বিভিন্ন স্হানে পাচার করছে একটি চক্র। এই সিন্ডিকেটের সদস্য ও পাচারকারী এক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ৷

আটক রোহিঙ্গা লাল মিয়া (৩০) ক্যাম্প ২, ব্লক এ -২ এর বাসিন্দা। এক রোহিঙ্গা কিশোরীকে পাচারের অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।প্রাপ্ত তথ্যে প্রকাশ কুতুপালং ২ নং ক্যাম্পের ব্লক এ -১ এর বাসিন্দা মোঃ আলমের কিশোরী মেয়ে নূর কায়দাকে  পাচার করে সংঘবদ্ধ রোহিঙ্গা চক্র। গত ২১ শে ফেব্রুয়ারী তাকে ফুসলিয়ে সিলেট নিয়ে যায় তারা।

ইতিপূর্বে ভারতে পালিয়ে যাওয়া অপর এক রোহিঙ্গার সাথে বিয়ে দেয়ার তাকে পাচার করার কথা ছিল বলে জানায় স্হানীয়রা। কিশোরীর বাবা মা ব্যপারটি টের পেয়ে পুলিশের কাছে অভিযোগ করেন। এরপর ব্যাপারটি নিয়ে তদন্তে নামে পুলিশ৷ একপর্যায়ে পাচারকারী সিন্ডিকেটের সদস্য লাল মিয়াকে গতকাল আটক করা হয়।

লাল মিয়াকে আটক করলে পাচারকারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যরা পাচার হওয়া নূর কায়দাকে ফিরিয়ে আনে। কিশোরী নূর কয়দাকে অবিভাবকের হেফাজতে দেয়া হয়েছে। এ ঘটনায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আটক লাল মিয়া ও তার স্ত্রী হালিমা এর আগেও অনেক মহিলা ও কিশোরীকে পাচার করেছে বলে জানা গেছে। তুপালং পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মোঃ সেলিম বলেন, পাচারকারী লাল মিয়া পুলিশ হেফাজতে রয়েছে৷ তার বিরুদ্ধে আইনি ব্যবস্হা নেয়া হবে বলেও জানান তিনি।

/সিএন

আরও খবর