রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত

আবদুল্লাহ আল আজিজ :

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বাগ্বিতণ্ডার জেরে স্বামীর দায়ের কোপে তৈয়বা বেগম (২০) নামে এক নারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২০ এসবি ব্লকে এ ঘটনা ঘটে। নিহত তৈয়বা বেগম ওই ব্লকের আব্দুর রহিমের স্ত্রী। এ ঘটনায় স্বামী রহিমকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হয় তৈয়বার। এক পর্যায়ে স্বামী দা দিয়ে কুপিয়ে হত্যা করে তাকে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরুল ইসলাম জানান, খবর পেয়ে স্বামীকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও খবর