জহিরুল ইসলামের কবিতা ‘অর্থ ও জীবন’

অর্থের কাছে ভালমন্দ যাচাই প্রিয়জন।
অর্থের ছোড়া বিষের ধোয়ায় রক্তাক্ত মন।
সত্য আছে আসমান জমিন পায়ের সুক্ষ ধুলা।
অর্থ কত আসবে যাবে বচন যাবে না ভুলা।

সময়ের সাথে কত অর্থ হাতের ময়লা হয়।
ভরাট হয়না মনের জমিন একবার হলে ক্ষয়।
অর্থের কাছে গৃহবন্দী ন্যায়,নীতি,মনুষত্ব।
অর্থের চেয়ে নেই বড় কিছু এটাই তবে সত্য।

শোধ করেছে কে কবে বলো ভালবাসার ঋণ?
এ জগতে অর্থের কাছে সবকিছুই যে মলিন।
অর্থের তো আর মুখ নেই অর্থেরই কিবা দোষ!
অর্থ বলেনি মানুষের মনে জমা হোক রোষ।

লেখক পরিচিতি :

মোঃ জহিরুল ইসলাম
স্টেশন অফিসার
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন
উখিয়া,কক্সবাজার।


আরও খবর