সারাবাংলা -ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি জিপে তল্লাশি করে প্রায় ২২ কোটি টাকা মূল্যের ছয়শটি স্বর্ণের বার উদ্ধার করেছে চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশ। এসময় দুজনকে আটক করা হয়।
রোববার (৩ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে মিরসরাই উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকায় জিপটিতে তল্লাশি করা হয় বলে জানিয়েছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান।
ওসি বলেন, জিপের পেছনের সিটের নিচে তেলের ট্যাংকের ওপর বিশেষ বক্স বানিয়ে সেখানে স্বর্ণের বারগুলো নেওয়া হয়েছিল। সেই বক্সে ৬০টি প্যাকেট পাওয়া গেছে। প্রতিটি প্যাকেটে ১০টি করে স্বর্ণের বার ছিল। একটি স্বর্ণের বারের ওজন ১০ তোলা। এ হিসেবে জব্দ করা ৬০ কেজি স্বর্ণের বারের দাম প্রায় ২২ কোটি টাকা।’
জিপ থেকে রাকিব ও করিম নামে দুই যুবককে গ্রেফতারের তথ্য দিয়ে ওসি জানান, জিজ্ঞাসাবাদে দুই যুবক জানিয়েছে- তারা চট্টগ্রাম থেকে স্বর্ণের বারগুলো নিয়ে ঢাকায় যাচ্ছিল।
আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি জানিয়েছেন।
এর আগে রোববার সকাল ১১টার দিকে চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি করে সাড়ে ৪ কোটি টাকা প্রায় ১২ কেজি ওজনের ১০০ পিস স্বর্ণের বার উদ্ধার করে নগর গোয়েন্দা পুলিশ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-