সীতাকুণ্ডে আড়াইলাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

mde

চট্টগ্রাম – সীতাকুণ্ডে ৮শ পিস ইয়াবাসহ জামাল হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে বার আউলিয়া হাইওয়ে পুলিশ। রোববার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টায় তাকে ইয়াবাসহ আটক করা হয়।

আটককৃত যুবক কক্সবাজার জেলার টেকনাফ থানার রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ডি এর মুচনী নোয়াপাড়ার মৃত শাহ আলমের পুত্র।

বার আউলিয়া হাইওয়ে থানার পিএসাই মো. মিজানুর রহমান জানান, সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দক্ষিন সোনাইছড়ি ঘোড়ামারা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে যানবাহনে তল্লাশি করা হয়। এসময় সীতাকুন্ডগামী লেগুনা (চ. মে. ছ- ১১-২৭৭৬) তল্লাশি চালিয়ে যাত্রী মোঃ জামাল হোসেনকে ৮শ পিস ইয়াবাসহ আটক করাহয়। আটককৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। 

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আহসান হাবিব জানান, এ ব্যাপারে সীুতাকুন্ড মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

আরও খবর