পুলিশের হাতে উখিয়ার ইয়াবার গডফাদার কবির গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক :

উখিয়া সীমান্তের ইয়াবা ব্যবসায়ীদের জনক কবির আহম্মদ প্রকাশ ইয়াবা কবির অবশেষে পুলিশের হাতে আটক হয়েছে।

রোববার রাত ৯ টার দিকে থানার সহকারী উপ-পরিদর্শক মুহি উদ্দিন ও আনোয়ারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজাপালং ইউনিয়নের জাদিমোরা এলাকায় অভিযান চালিয়ে খালকাছা পাড়া গ্রামের মোঃ হোছনের ছেলে আন্ডার ওয়াল্ড ইয়াবা মাফিয়া কবির আহম্মদ প্রকাশ ইয়াবা কবিরকে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে শীর্ষরা গ্রেপ্তার এড়াতে এলাকা ছাড়ার উপক্রম দেখা দিয়েছে বলে জানা গেছে।

উক্ত ইয়াবা কারবারীদের মধ্যে উখিয়া সীমান্তের কুতুপালং গ্রামের রশিদ আহম্মদের ছেলে আলী আকবর, মনখালী গ্রামের মৃত রাহমত আলীর ছেলে তোফাইল আহম্মদ প্রকাশ ইয়াবা তোফাইল, বালুখালী গ্রামের আবু বক্করের ছেলে ছৈয়দ হোসেন,নুর আহম্মদের ছেলে নুরুল বশর, দোছড়ি গ্রামের আলী আহম্মদের ছেলে ও বিছমিল্লাহ টেলিকম সেন্টারের মালিক মাহমুদুল হক, তুতুরবিল গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে নুরুল হাকিম, বালুখালী পানবাজার এলাকার লুৎফুর রহমান প্রকাশ লুইত্যা, নিউ ফরেষ্ট অফিস সংলগ্ন এলাকার মৃত বদিউর রহমানের ছেলে জালাল উদ্দিন প্রকাশ ইয়াবা জালু,টাইপালং গ্রামের মৃত দরবেশ আলীর ছেলে গিয়াস সিকদার, রত্নাপালং ইউনিয়নের মাদবর পাড়া গ্রামের মৃত গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে মোরশেদ আলম চৌধুরী, রুহুল্লার ডেবা গ্রামের বাছা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম প্রকাশ ইয়াবা জাহাঙ্গীর, একই এলাকার ইফতেকার চৌধুরী, উখিয়ার টিএন্ডটি লম্বাঘোনা গ্রামের মৃত ফকির আহম্মদের ছেলে মাহমুদুল করিম খোকা, সিকদারবিল গ্রামের সাহাব উদ্দিন, পালংখালী ফারিরবিল গ্রামের ইয়াবা জসিম, কুতুপালং রেজিষ্ট্রাট ক্যাম্পের রোহিঙ্গা জিয়াবুল, থাইংখালী রহমতের বিল গ্রামের মৃত ফরিদ আহম্মদের ছেলে সোহেল ও জাবেদ, মৃত আব্দুস ছালামের ছেলে আব্দুর রহিম, ঘিলাতলী গ্রামের ফয়জুর রহমানের ছেলে ইয়াবা ডন মোঃ শফি, রহমতেরবিল গ্রামের শামশুল আলমের ছেলে হেলাল, পন্ডিত পাড়া গ্রামের হামিদুল হকের ছেলে হুমায়ুন প্রকাশ ইয়াবা হুমায়ুন, মৃত কাদের বক্কুর ছেলে জয়নাল উদ্দিন ভুট্রো প্রকাশ ইয়াবা ভুট্রো, রহমতেরবিল এলাকার জালাল আহম্মদের ছেলে আনোয়ার প্রকাশ ইয়াবা আনোয়ার, পালংখালীর ইয়াবা রাসেল, বালুখালীর ইয়াবা এনাম, বালুখালীর পুলিশ আলা উদ্দিন, একই এলাকার নুরুল আলম ড্রাইভার, হাকিম পাড়া গ্রামের মৃত ইলিয়াছের ছেলে সাহাব উদ্দিন প্রকাশ ইয়াবা সাহাব উদ্দিন ধামনখালী সীমান্ত এলাকা, নুরুল বশর, আব্দুর রহমান, উখিয়ার ডেইল পাড়া সীমান্ত এলাকা নিয়ন্ত্রক সাবেক ইউপি সদস্য মুন্সী আলমের ভাই রফিক আলম, খলিফা শাহ জাহান, ছৈয়দ আকবর প্রকাশ লুডা আকবর, (১), ছৈয়দ আকবর (২), জসিম উদ্দিন, কালা শাহ জাহান, আমতলী ও রেজু পাহাড়ী সীমান্ত এলাকা নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়াও হিজোলীয়া গ্রামের মৃত মন্সুর আলীর ছেলে ইয়াবা মুক্তার, সিএনজি মোকতার, সোনারপাড়া মোনাফ মার্কেট এলাকার ইয়াবা জয়নাল, পালংখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নুরুল আমিন, মরিচ্যার ইয়াবা মঞ্জুর, টিএন্ডটি এলাকার ইয়াবা সুন্দরী বেবী, ভালুকিয়ার জাহাঙ্গীর, পাতাবাড়ী খেওয়াছড়ি গ্রামের সাবেক ইউপি সদস্য সাহাব মিয়ার ছেলে আলী আহমদ প্রকাশ ইয়াবা আলী, নুরুল আলম সহ অন্তত: শতাধিক গডফাদার উখিয়া থেকে সারা দেশে ইয়াবা ও মিয়ানমারের বিভিন্ন ব্র্যান্ডের মাদক দ্রব্য ছড়িয়ে দিচ্ছে।

মূলত এরা ইয়াবা ও মাদক ব্যবসার মূল নিয়ন্ত্রক। ইতিমধ্যে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের বালুখালী পানবাজার এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ইয়াবাকারবারী জাহাঙ্গীর ও থাইংখালীর জয়নাল মেম্বারকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করে।এঘটনায় অন্যান্য ছোটখাট ইয়াবা ব্যবসায়ীরা গা ঢাকা দিয়েছে।

আরও খবর