মেরিন ড্রাইভ সড়কে নারকেলের ভেতরে ইয়াবা নিয়ে পাচারকালে কেতাইন আটক

নিজস্ব প্রতিবেদক – উখিয়ার ইনানীতে পাচারকালে ইয়াবাসহ কেতাইন চাকমা (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছে থাকা নারিকেলের ভেতর থেকে ৩ হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রোববার (৩ মার্চ) রাত ৮টার দিকে মেরিনড্রাইভের ইনানী অংশে গাড়ি তল্লাশি করে এসব ইয়াবাসহস তাকে আটক করা হয়। আটককৃত কেতাইন চাকমা উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া চাকমাপাড়ার বাসিন্দা মৃত জালিপ্রু চাকমার ছেলে।

পুলিশ জানায়, মেরিনড্রাইভ সড়কের ইনানী অংশে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এ সময় একটি সিএনজিতে তল্লাশিকালে নারিকেলের ভেতরে এসব ইয়াবা পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়।

রোববার রাত ১০টার দিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।

আরও খবর