শাহীন মাহমুদ রাসেল :
কক্সবাজার সদরের বাংলা বাজারে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী মিনিবাস ও ইউনিক সার্ভিসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় চালকসহ আহত হয়েছেন ১০ জন। রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বাংলা বাজার বাগুলার দোকান নামক স্থানে ফজলিয়া হেফজখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মিনিবাস ও ইউনিক দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় আহত যাত্রীদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী ইউনাক বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়া সার্ভিস নামের মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা আরোও জানান, উভয় বাসের চালকরা বেপোয়ারাভাবে বাস চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে।
তোলাবাগান হাইওয়ে থানার ওসি জামাল উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বাস দুটি আটক করা হয়েছে। তানি আরোও জানান, এ ঘটনায় থানায় মামলা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-