কক্সবাজার থেকে চেয়ারের পায়ার ভেতর ইয়াবা রেখে পাচারের সময় গ্রেফতার ২

ডেস্ক রিপোর্ট – নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে আট হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। শুক্রবার গভীর রাতে চেয়ারের পায়ার ভেতর বিশেষ কায়দায় ইয়াবা রেখে পাচারের সময় তাদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিমউদ্দীন চৌধুরী এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলো, মো. আ. রহিম (২৪) ও মো. মিজান (২৩)। ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাদক পাচারে ব্যবহৃত আসবাবপত্র বোঝাই পিকআপটিও জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা কক্সবাজার থেকে পিকআপে করে আসবাবপত্র বোঝাই করে নারায়গঞ্জের কাঁচপুরে আসছিল। তারা আসবাবপত্রের সঙ্গে রাখা চেয়ারের পায়ার ভেতর বিশেষ কায়দায় ইয়াবা লুকিয়ে রেখে নারায়ণগঞ্জের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করত। গ্রেফতারকৃত আসামিদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে। তা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর