বিশেষ প্রতিবেদক :
কক্সবাজার শহরের লিংক রোড এলাকায় চাঁদাবাজি করার সময় স্থানীয় পত্রিকার সাংবাদিক পরিচয়দানকারি এক ভুয়া সাংবাদিককে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা।
শনিবার সকালের দিকে শহরের লিংকরোড এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক ভুয়া সাংবাদিকের নাম জসিম উদ্দিন।তিনি উখিয়া উপজেলার মরিচ্যা এলাকার বাসিন্দা।
জানা যায়, স্থানীয় দৈনিক সমুদ্রকন্ঠ পত্রিকার একটি ভুয়া আইডিকার্ড গলায় ঝুলিয়ে জসিম লিংকরোডে চাঁদাবাজি করছিল।এসময় জনতার সন্দেহ হলে তাকে আটক করে সমুদ্রকন্ঠ কর্তৃপক্ষকে খবর দিলে কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে তাকে ডিবি পুলিশের হাতে তুলে দেয়। এসময় তার কাছে থাকা আইডিকার্ডটিতে সমুদ্রকন্ঠের ভুল নাম ও সরকারের লগো যুক্ত ছিল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-