‘শুভ জন্মদিন’ সম্পাদক

আজ ১লা মার্চ। পর্যটন নগরী কক্সবাজার থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার জার্নাল ডটকমের সম্পাদকের জন্মদিন। শুভ জন্মদিন জনাব কমরুদ্দিন মুকুল । কক্সবাজার জার্নাল ডটকম পরিবারের পক্ষ থেকে জন্মদিনে ফুলেল শুভেচ্ছা।

শিক্ষকতা পেশার পাশাপাশি অন্য কোনো পেশায় ধাবিত না হয়ে তিনি সাংবাদিকতায় নিজেকে জড়িয়ে নিয়েছেন। বর্তমানে তিনি উখিয়া প্রেস ক্লাবের গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন। আর নিজের প্রচেষ্টায় গড়ে তুলেন কক্সবাজারের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‌‘কক্সবাজার জার্নাল ডট কম’। প্রতিষ্ঠা লগ্ন থেকে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি।

জন্মদিনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ‘জন্মদিনটা স্পেশাল হলেও এই দিন নিয়ে স্পেশাল কোন পরিকল্পনা নেই। অন্যান্য দিনের মত আজও অফিসে সময় দিবো। একজন সাংবাদিক হিসেবে মানুষকে সংবাদ জানানো আমাদের দায়িত্ব। তাই আজও মানুষের মাঝে সংবাদ পৌঁছে দেওয়ার দায়িত্বটা থাকবে।’

আর তিনি পাঠক,শুভানুধ্যায়ী,সহকর্মী, অনুরাগীদের নিকট দোয়া চেয়েছেন।