সাইফুল ইসলাম, কক্সবাজার জার্নাল
কক্সবাজার সদর উপজেলার নির্বাচন পেছানোর কারণে নতুন করে তফসিল ঘোষণায় চেয়ারম্যান পদে নতুন করে আরও হেভিওয়েট ৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তারা হলেন, কক্সবাজার পৌরসভার একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান নুরুল আবছার, জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম ও জেলা পরিষদ সদস্য সোহেল জাহান চৌধুরী। বৃহস্পতিবার সকালে জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাসুদুর রহমান মোল্লা নিকট তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বর্তমানে সদর উপজেলায় চেয়ারম্যান পদে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল ও সেলিম আকবরসহ ৫ জন প্রার্থী হলেন।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শিমুল শর্মা বলেন, নতুন শিডিউল অনুযায়ী মনোয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ সময় ৪ মার্চ, প্রার্থীতা যাচাই বাছাই ৬ মার্চ, প্রত্যাহার ১৩ মার্চ এবং ভোট গ্রহণ ৩১ মার্চ। নতুন কোন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করতে চাইলে সুযোগ রয়েছে। তবে, ইতোমধ্যে যেসব প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের প্রার্থীতা বহাল থাকবে, নতুন করে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবেনা বলে জানিয়েছেন নির্বাচন অফিসার।
নির্বাচন অফিসের দেয়া তথ্য মতে, ২৬ ফেব্রুয়ারি কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী কায়সারুল হক জুয়েল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সেলিম আকবর।
ভাইসচেয়ারম্যান পদে ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিক লীগের সভাপতি আমজাদ হোসেন ছোটন রাজা, তরুণ আওয়ামী লীগ নেতা কাজী রাসেল আহম্মদ নোবেল, ব্যবসায়ী ও সংবাদকর্মী আবদুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোরশেদ হোসাইন তানিম, কাইয়ুম উদ্দীন, রশিদ মিয়া, মহিলা ভাইসচেয়ারম্যান পদে বর্তমান ভাইসচেয়াম্যান হেলেনাজ তাহেরা, জেলা যুবমহিলা লীগের সভানেত্রী আয়েশা সিরাজ ও মহিলা আওয়ামী লীগ নেত্রী হামিদা তাহের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য, কক্সবাজার সদর উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে (ইসলামপুর, ইসলামাবাদ, ঈদগাঁও, জালালাবাদ, পোকখালী, ভারুয়াখালী, চৌফলদন্ডি, খুরুশকুল, পিএমখালী, ঝিলংজা) ভোটার রয়েছে দুই লাখ ২২ হাজার ৮৩৫ জন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-