উখিয়া উপজেলা নির্বাচনে বৈধ প্রার্থী যারা

ডেস্ক রিপোর্ট – উখিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ ১১ জনের মনোনয়ন পত্র বৈধ ও দুইজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষনা করা হয়েছে। বাতিল ঘোষনা কৃত ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, এডভোকেট অনিল কান্তি বড়ুয়া, যুবনেতা শাহ জাহান মাহমুদ সেজান। গতকাল বৃহস্পতিবার জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র যাচাই বাচাই কার্যক্রম সম্পন্ন করা হয়।


চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহামুদুল হক চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা আবুল মনছুর চৌধুরী, সাংবাদিক ইমরুল কায়েস চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। জানা গেছে দীর্ঘ সময় পযর্ন্ত উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহামুদুল হক চৌধুরীর মনোনয়ন স্থগিত রাখা হলেও পরে যাছাই বাছাই শেষে মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়।
ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল হুদা, অ্যাডভোকেট রাসেল চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মাহবুব, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মেম্বার, ও মন্ত্রী পরিষদ সচিবের পরিবারের সদস্য জাহাঙ্গীর আলম।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে হলদিয়া ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হকের সহধর্মিণী কামরুন্নেছা বেবী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) শাহীনা আক্তারের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী ২৪ মার্চ উপজেলা পরিষদের নির্বাচন হবে।

আরও খবর