চট্টগ্রাম – রেলমন্ত্রী এডভোকেট মো. নুরুল ইসলাম সুজন বলেছেন আগামী ২০২২ সালের মধ্যে এদেশের মানুষ রেলে করে পর্যটন নগরী কক্সবাজারে যেতে পারবেন। ইতিমধ্যে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ২২% রেল লাইন নির্মাণের কাজ শেষ হয়েছে। তিনি ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় নির্মাণাধীন দোহাজারী-কক্সবাজার রেল লাইন পরিদর্শনে চন্দনাইশের দোহাজারী এসে একথা বলেন। এদেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্তা রাখায় বর্তমানে দেশে মেগা প্রজেক্টগুলো নির্মাণ সম্ভব হচ্ছে।
এসময় রেলওয়ের মহাপরিচালক কাজী মো. রফিকুল আলম, প্রজেক্ট ডাইরেক্টর মফিজুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া চন্দনাইশ উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সভাপতি আবদুল শুক্কুরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী দিনব্যাপী কক্সবাজার থেকে রেল লাইন নির্মাণ কাজ পরির্দশন শেষে সন্ধ্যায় দোহাজারীতে আসেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-